পাইকগাছায় পাথরবোঝাই ট্রাকের চাপে মিনহাজ স্লুইস গেটের গাইডওয়াল ভেঙে চলাচল বন্ধ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় পাথর ভর্তি ভারী ট্রাকের চাপে মিনহাজ নদীর স্লুুইস গেটের গাইডওয়াল ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণের চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে তিগ্রস্ত স্থানীয়রা লাল পতাকা টানিয়ে দিয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার আলমতলা হতে গড়ইখালী প্রধান সড়কেই মিনহাজ নদীর স্লুুইস গেট অবস্থিত। এই গেট দিয়ে লস্কর চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়নের হাজার হাজার হেক্টর জমির পানি ওঠানামা করে। বুধবার ভোরে প্রায় ৩০ টন পাথর ভর্তি ৪টি ভারী ট্রাক এ গেটের ওপর দিয়ে চালানোয় গাইডওয়াল ভেঙে ব্যাপক ক্ষতি হয়। এতে সাধারণ যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ ও ব্যবসায়ীরা জানান, এ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ থাক লেও ঠিকাদার আব্দুর রব ও রাশিদুল হক নিষেধ অমান্য করে ভোরে এ ট্রাক চালিয়ে দেন। তখন, ট্রাকগুলো স্লুইস গেটের ওপর উঠতেই গাইডওয়াল ভেঙে যায় এবং রাস্তাটি ফেটে যায়। এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যান তিনি। এ সময় বহু মানুষের সমাগম ঘটে। পরে স্থানীয়রা গেট সংলগ্ন রাস্তার ওপর সতর্কতার জন্য লাল পতাকা টানিয়ে দিয়েছে। তিনি আরও জানান, এক পর্যায়ে স্থানীয়দের সাথে আব্দুর রব এর কথা কাটাকাটি হয়। পরে জনতা ধাওয়া করলে আব্দুর রব মোটরসাইকেলে দ্রুত সরে পড়েন। সংুব্ধরা রাস্তা ঠিক না করা পর্যন্ত পাথর ভর্তি ট্রাকগুলো আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।