‘৮০ শতাংশ মানুষ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত ছিল’

0

লোকসমাজ ডেস্ক॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৮০ শতাংশ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (১৪ অক্টোবর) বিকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এক পথসভায় তিনি এই কথা বলেন। ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। মোশাররফ বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দেশের শতকরা ৮০ ভাগ মানুষ তখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। তখন গোয়েন্দা সংস্থার লোকেরা আওয়ামী লীগের হাইকমান্ড জানালো ৩০ তারিখ যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে। তখনই তারা সিদ্ধান্ত নিলো আগের রাতে ভোট ডাকাতি করার। তারা ডাকাতি করেই প্রমাণ করেছে ভোট হলে বিএনপি ৮০ ভাগ ভোট পেত।’ পথসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।