করোনার টিকা এলেও পরিস্থিতি স্বাভাবিক হবে না: বিল গেটস

0

লোকসমাজ ডেস্ক॥ অনেকেই মনে করছেন বা বিশ্বাস করছেন করোনাভাইরাসের টিকা এসে গেলে ভাইরাসের প্রকোপ অনেকটাই কমে যাবে। কিন্তু এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি জানান, দ্বিতীয় প্রজন্মের করোনা টিকা এলেই তারপরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
বিল গেটস বলেন, যখন খুব কার্যকর একটি টিকা তৈরি হবে, তখনই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এছাড়াও সেটি সবার কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ প্রথম ধাপে যে খুব কার্যকরী টিকা নাও প্রস্তুত হতে পারে, সেটাই মনে করছেন গেটস ফাউন্ডেশনের প্রধান।
সারা বিশ্বের বিভিন্ন দেশ গবেষণা চালাচ্ছে দ্রুত করোনা টিকা তৈরির। তবে বেশ কিছু ক্ষেত্রে ভলান্টিয়াররা অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল স্থগিত হয়ে যাচ্ছে। এর মধ্যে টিকা নিলে সেটি কতটা কার্যকরী হবে ও কতদিনের জন্য, সেই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা শক্ত বলে জানান বিল গেটস।তিনি বলেন যে প্রতিষেধক ব্যবহারের পর কতটা টি-সেল তৈরি হচ্ছে সেই ডেটা পাওয়া গেলে তারপরই কিছু বলা যাবে।
ভালো করোনা টিকা পাওয়া গেলে ধনী দেশগুলো আগামী বছরের শেষের মধ্যে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারবে বল মনে করেন বিল গেটস।