বাগেরহাটে প্রায় ৩ কেজি ওজনের ইলিশ কিনে খুশি ক্রেতা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের সামুদ্রিক মাছ কেনাবেচার পাইকারি আড়ত কেবি বাজারে প্রায় ৩ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে। বঙ্গোপসাগরে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের বাসিন্দা শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু ৫ হাজার ৩’শ টাকায় মাছটি কিনে নেন। আবেদ আলীর আড়তে বিক্রি হয় এই মাছটি। জেলেরা বলেন, ‘এবছর প্রথম থেকেই ইলিশের সাইজ মোটামুটি ভাল ছিল। এক কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ আমরা প্রায়ই পেয়ে থাকি। কিন্তু দুই কেজির উপরের মাছ খুবই কম পাওয়া যায়। এবার আমরা ২ কেজি ৯’শ গ্রাম অর্থাৎ প্রায় ৩ কেজি ওজনের ইলিশ মাছটি পেয়েছি।’ মাছের ক্রেতা রেজাউর রহমান মন্টু বলেন, ‘কেবি বাজারে প্রায়ই মাছ কিনতে আসি। কিন্তু এবারই সবচেয়ে বড় প্রায় ৩ কেজি ওজনের ইলিশ কিনেছি। এত বড় ইলিশ মাছ গত ২০ বছরেও আমি দেখিনি। মাছটি কিনতে পেরে খুব খুশি হয়েছি।’