বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগ : উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে নেতৃত্বের পরিবর্তন চায় মানুষ

0

মাসুদ রানা বাবু ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মানুষ পরিবর্তন চায়। উন্নয়ন বঞ্চিত এই জনপদের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে তারা নেতৃত্ব পরিবর্তনের প্রত্যাশা করছেন। বিএনপি প্রার্থীর গণসংযোগের সময় এমন মনোভাব ব্যক্ত করছেন তারা।
গতকাল মঙ্গলবার বিএনপি প্রার্থী নূর-উন-নবী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে নওয়াপাড়া ইউনিয়ন ও শহরে গণসংযোগ করেন। সকালে তিনি উৎসবমুখর পরিবেশে নওয়াপাড়া ইউনিয়নের হাইকোর্ট মোড়, জামরুলতলা বাজার, কিসমত নওয়াপাড়া বাজার, বাহাদুরপুর মেহগনিতলা বাজার, বাহাদুরপুর স্কুল মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। বিকালে বিএনপি প্রার্থী নূর-উন-নবী শহরের ঢাকা রোড মোল্লাপাড়া সিটি কলেজপাড়া, নীলগঞ্জ মণিহারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। দলীয় নেতা-কর্মী, সমর্থকদের শ্লোগানে মুখোরিত হয়ে ওঠে গণসংযোগ।

যা দেখে সাধারণ ভোটারাও দারুণভাবে অনুপ্রাণিত হন। তারা বিএনপি প্রার্থীর প্রতি হাত নেড়ে তাদের সমর্থন ব্যক্ত করেন। পৃথক গণসংযোগে অংশ নেন-পৃথক দুটি গণসংযোগে অংশ নেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগর বিএনপি নেতা মারুফ হোসেন, মাসুদুল বারী কাক্কু, আকবর হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মিয়া, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ জালাল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবলু, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহসভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।