নওয়াপাড়ায় ট্রেনে কেটে দুই শ্রমিক নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নওয়াপাড়ায় ট্রেনে কেটে দু’শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হচ্ছেন- চাপাইনবাবগঞ্জের গোমস্তা উপজেলার করমজা গ্রামের রন্টুর পুত্র দীপ (২০) ও খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের রুহুল শেখের পুত্র লিটু শেখ (২৩), খুলনা রেলওয়ে পুলিশের এসআই অসীম কুমার দাস জানিয়েছেন, এদিন বিকেলে নওয়াপাড়া বেঙ্গল গেট এলাকায় ট্রেনে মালামাল লোড-আনলোড করার কাজ চলছিল। এ সময় ট্রেন আগে-পিছে চলাচল করছিল। দীপ, লিটু শেখ ও শ্রী হোসেন কিসপাট্টা (২২) নামে ৩ শ্রমিক মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছিল। তারা বেঙ্গলগেট এলাকায় জাহাজ থেকে কয়লা নামানোর কাজ করেন। লাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে পড়ে দীপক ও লিটু শেখ ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন শ্রী হোসেন কিসপাট্টা। এসআই অসীম কুমার দাস জানিয়েছেন, সংবাদ পেয়ে রাতে শ্রী হোসেন কিসপাট্টাকে উদ্ধার করার পর আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত দীপ ও লিটু শেখের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে নেয়া হয়। লিটু শেখের মাথা ট্রেনের চাকার নিজে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দীপকের হাত ও পা কাটা পড়েছে। শ্রী হোসেন কিসপাট্টার দু’হাতের কব্জি কাটা পড়েছে।
এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় মামলা হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে গতকাল দীপকের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লিটু শেখের লাশ বিনা ময়না তদন্তে সৎকারের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।