যশোরে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’অংশের পৃথক কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল যশোরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেল ৫টার দিকে সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গতকাল আরেকটি গ্রুপ দিনটি পালন করে। গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। র‌্যালি শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে কেক কাটা হয়। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, দলের ভেতর হাইব্রিড ঢুকে পড়েছে। তারা সরকারকে বিব্রত করার জন্যে দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ চালিয়ে যাচ্ছে। তিনি ওই সকল অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন শ্রমিকদের মুখে হাসি ফোটে। দেশের উন্নয়ন হয়। উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপু, সহ শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে গত সোমবার আজিজুর রহমান দিনটি যথাযথ মর্যাদায় পালন করার কর্মসূচি দিয়ে তা স্থগিত করেন। ওই দিন জেলা শ্রমিকলীগের নেতা নাসির উদ্দিনের নেতৃত্বে ৬০/৭০ জন নেতাকর্মী বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে কেক কাটেন। নাসির উদ্দিন নিজেকে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেন। সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে এ বছর যশোরে পৃথকভাবে পালন করেছে জাতীয় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী।