৬ শ্রমিকের ধর্ষণ মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ছয় সদস্যের সাথে ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছেন নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার এই মণিহার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৯ অক্টোবর গভীর রাতে এমকে পরিবহনের ভিতরে চালকের সহকারী মনির তার পূর্ব পরিচিত মহিলার সাথে অনৈতিক কাজে লিপ্ত ছিল। বাসটি হারিয়ে গেছে এমন সংবাদ পেয়ে কাজী মুকুল, সুভাষ সিং, কৃষ্ণ, জনি, মঈন, রাজিব গাজীসহ তাদের উদ্ধার করে সদর ফাঁড়ির এসআই আলতাফ হোসেনের কাছে সোপর্দ করেন। কিন্তু কোতয়ালি থানার ওসি তাদেরকে থানায় নিয়ে মনিরের সহযোগী হিসেবে তাদের জেলহাজতে প্রেরণ করেন। নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি ছয় শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। দোষী মনিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবু হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাবেক সভাপতি শ্রী ভূষণ ঘোষ, আজিজুল আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, বর্তমান সহসভাপতি শাহেদ হোসেন জনি, রবিউল ইসলাম লবিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। সমাবেশ পরিচালনা করবে সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ ফুলু।