যশোরে করোনা উপসর্গে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ১০১ বছর বয়সী মনিরুজ্জামান বিশ্বাস করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিনগত রাতে তার মৃত্যু হয়। অপরদিকে, সেবিকাসহ ৮ জন যশোরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আর এমও ডাঃ মোঃ আরিফ আহমেদ জানিয়েছে, করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া মনিরুজ্জামান বিশ্বাসের বয়স ১০১ বছর। প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার বেলা ১১টা ১০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদিপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন। মৃত মনিরুজ্জামানের বাড়ি যশোর সদর উপজেলা কনেজপুর গ্রামে।
এদিকে খুলনায় নমুনা দেয়া যশোরের ১২ জনের রিপোর্ট এসেছে সিভিল সার্জন অফিসে। তাদের ভেতর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে কাল ৬৭টি রিপোর্ট এসেছে। এ রিপোর্টে আক্রান্ত হয়েছেন ৮ জন। এদের ভেতর ৬ জন যশোর সদরের। বাঘারপাড়া ,কেশবপুরে ১ জন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের সেবিকা চামেলী রানী (৫০), বকচরের শাহানা আক্তার (২২) ও বেজপাড়ার শাহিদ (৫৪) হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা দেন। ওই নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত হয়েছেন। অন্যরা হাসপাতালের বাইরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা পরীক্ষা দিয়ে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এ নিয়ে যশোর মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯শ ৯৮ জন।