গ্যাস অনুসন্ধানে তুর্কি জাহাজ গ্রিসের ক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক॥ পূর্ব ভূমধ্যসাগরীয় বিতর্কিত অঞ্চলে আবারো গ্যাস অনুসন্ধানকারী জাহাজ প্রেরণ করেছে তুরস্ক। এর নিন্দা জানিয়ে গ্রিস বলেছে, তুরস্কের এ সিদ্ধান্ত ‘আঞ্চলিক শান্তির জন্য সরাসরি হুমকি’। খবর আরব নিউজ।ন্যাটোর দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনা লাঘবের জন্য যখন আঙ্কারা ও এথেন্স আলোচনার টেবিলে বসার চেষ্টা করছে, ঠিক সেই সময়ই তুর্কি গ্যাস অনুসন্ধানকারী জাহাজ বিতর্কিত অঞ্চলে যাওয়ায় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
তুর্কি নৌবাহিনী রোববার জানায়, ওরুক রেইস ভেসেল পশ্চিম ভূমধ্যসাগর অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে, যে অঞ্চলটি গ্রিক দ্বীপ কাস্তেলোরিজোর নিকটবর্তী। মেরিটাইম অ্যালার্ট সিস্টেম ন্যাভটেক্সকে দেয়া এক বার্তায় বলা হয়েছে, ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সেখানে গ্যাস অনুসন্ধান করবে ওরুক রেইস ভেসেল।
গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তুরস্কের এ পদক্ষেপ ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’।