বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগ, প্রচার-প্রচারণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা। শহর থেকে গ্রাম পর্যন্ত দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অনেক সরব হয়ে উঠেছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে সন্নিকটে আসছে নেতা-কর্মীদের মাঝে উৎসবের রং ততো ছড়িয়ে পড়ছে। নেতা-কর্মীরা বলছেন, আগামী ২০ তারিখ শাসক দলের সন্ত্রাসীদের সকল বাধা বিপত্তি জয় করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন তারা। বিএনপি প্রার্থী নূর-উন-নবী গতকাল দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে চুড়ামনকাটি ও উপশহর ইউনিয়নে গণসংযোগ করেন। প্রথমে তিনি চুড়ামনকাটি বাজার ও আমবটতলা বাজারে লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে বিশাল মিছিল করেন।
বিএনপি প্রার্থী চুড়ামনকাটি বাজারে গণসংযোগকালে সকাল ১০টায় নৌকার প্রচার মাইক বের হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। বিএনপি প্রার্থী পরে উপশহর ইউনিয়নের বাবলাতলা বাজার, বি-ব্লক বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও বিকালে বিএনপি প্রার্থী নূর-উন-নবী অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে যশোর শহরের দড়াটানা, জেল রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
পৃথক দুটি গণসংযোগে অংশ নেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগর বিএনপি নেতা মারুফ হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আঞ্জুরুল হক খোকন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী কদর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহসভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, কোতয়ালি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাসুদা ফারুক মিনু, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।