অভ্যন্তরীণ কোন্দলে যশোর জেলা শ্রমিক লীগের এক পক্ষের কর্মসূচি স্থগিত

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্রোন্দল চরম আকার ধারণ করেছে। যার প্রভাব পড়েছে সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ক্ষেত্রে। এক গ্রুপ দিনটি পালন করলেও আরেক গ্রুপ কর্মসূচি দিয়ে তা স্থগিত করেছে। সূত্র জানিয়েছে, গতকাল ছিল জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্যে শ্রমিক লীগ যশোর জেলা শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান ১০ অক্টোবর বিভিন্ন পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তি দেন। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর বিকেল ৪টায় যশোর জেলা আওয়ামী লীগ অফিসে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হবে। এরপর বর্ণাঢ্য র‌্যালিসহকারে জেলা আওয়ামী লীগ অফিস সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হবে। এরপর বর্নাঢ্য র‌্যালিসহকারে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ করার জন্য সাংবাদিক ও উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। ৫টা বাজলেও শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি। কেউ উপস্থিত হননি সেখানে। সভাপতি আজিজুর রহমান কর্মসূচি স্থগিত করেন। তার সাথে যোগাযোগ করা হলে বলেন, অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। আজ ১৩ অক্টোবর ওই কর্মসূচি পালিত হবে বলে জানান আজিজুর রহমান। এদিকে, শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক দাবিদার মোঃ নাসির উদ্দিন ৬০/৭০ জন লোক নিয়ে বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। নাসিরউদ্দিন বলেন, এ সময় সাবেক ছাত্রলীগ নেতা, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শ্রমিক লীগ জেলা শাখার সিনিয়র সহসভাপতি জবেদ আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, আনিছুর রহমান বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোঃ নাসিরউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জাতীয় শ্রমিক লীগের যশোর সদর শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, সভাপতি মোঃ সভাপতি মোঃ আজিজুর রহমান তার গ্রুপের না। তাই তিনি কি করলেন বা না করলেন তা তার বিষয় না। আমি সাধারণ সম্পাদক। আমার লোকজন নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। সংগঠনের ভেতরে কোন্দল ও বিভক্তি কেন এমন প্রশ্নের উত্তরে নাসিরউদ্দিন বলেন, সে অনেক কথা। বলতে অনেক সময় লাগবে। মোবাইল ফোনে সব বলা সম্ভব না।