অবৈধভাবে ভারতে যাবার সময় মহেশপুর সীমান্তে দালালসহ আটক ১২

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ সোমবার ভোরে ঝিনাইদহ মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ১২ জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি ও থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জামান ফোর্স নিয়ে মহেশপুর উপজেলার কাজীবেড় মাঠে অভিযান চালান। এসময় তারা দালালসহ ১২ জনকে আটক করেন। এরা অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। আটককৃতরা হলেন-নড়াইল জেলার সদর উপজেলার আখোদা গ্রামের কার্তিক বিশ্বাসের পুত্র কিংকর বিশ্বাস (২৮) ও মেয়ে মুনিরা বিশ্বাস (২০), কিংকর বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস (২২), তার শিশুপুত্র প্রীথম বিশ্বাস (৩), আব্দুর রবের পুত্র ইমামুল (২৩), যশোর অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের বিবেক বিশ্বাসের পুত্র গৌরব বিশ্বাস (২৫), গৌরব বিশ্বাসের স্ত্রী সুমিত্রা বিশ্বাস (২০), যশোর মনিরামপুর উপজেলার পাঁচমাটিয়া গ্রামের কালিপদ বকশির পুত্র প্রবীর বকশি (৫০), মাগুরা সদর উপজেলার ভাটোয়াইল গ্রামের কৃঞ্চ বিশ্বাসের পুত্র মিঠুন বিশ্বাস (২০), গোপালগঞ্জের কোটালীপাড়ার গোলাম মোস্তফার পুত্র আনোয়ার হোসেন (৩২), পিরোজপুর জেলার মাঝআইল গ্রামের মাহাতাবের পুত্র ফেরদৌস (৩৮) এবং দালাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে নাসির উদ্দিন (৪০)।