পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর আ.লীগের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারি দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচনী আচরণবিধি লংঘনের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল মজিদের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। তিনি বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই বিএনপির প্রার্থী আব্দুল মজিদ ও তার কর্মী-সমর্থকদের ওপর আলমতলায় আওয়ামী লীগের লোকজন হামলা করে। ৮ অক্টোবর গড়ইখালীর পাতড়াবুনিয়ায় জেলা সাংগঠনিক সম্পাদক সামছুল আলম পিন্টুর ওপর, ৯ অক্টোবর পাইকগাছার জিরো পয়েন্টে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা মিন্টু, রুহিন ও ওয়াদুদের ওপর হামলা করে। ৪ অক্টোবর সোলাদানার ভিলেজ পাইকগাছায়, ৬ অক্টোবর গদাইপুর চরমনই নামকস্থানে ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর করে। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, গড়ইখালী, লস্কর, চাঁদখালী, হরিঢালী ইউনিয়নে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ২০ অক্টোবর নির্বাচনের দিন কেউ বিএনপির এজেন্ট হলে নির্বাচনের পরে তাদের বাড়িঘর জালিয়ে দেয়ার হুমকি দেয়ায় তিনি তীব্র নিন্দা জানান তিনি। বিষয়টি দেখভালের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। এ ব্যাপারে থানা ও সহকারী রিটার্নিং অফিসারকে সংঘটিত ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগের বিষয়টি দ্রুত আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, অ্যাড. জি,এ সবুর, মনিরুজ্জামান মন্টুসহ আরও অনেকে।