ঝাঁটা হাতে ধর্ষণের প্রতিবাদ যশোরে

0

স্টাফ রিপোর্টার॥ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে যশোরে ঝাঁটা প্রদর্শন ও বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। সোমবার (১১ অক্টোবর) বিকালে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। তাদের হাত থেকে বৃদ্ধা, শিশু কেউই রেহাই পাচ্ছেন না। ক্ষমতাসীনদের কোনও পদধারী যখন ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হচ্ছেন, তখন তাকে অনুপ্রবেশকারী বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, আমাদের এখন সকাল-সন্ধ্যা উন্নয়নের কাহিনি শোনানো হচ্ছে। সেই উন্নয়নে আজ মোটা চালের দাম ৪০ টাকা, আটা ৩০ টাকা, আলু ৫০ টাকা, কাঁচা মরিচ ২৪০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা। এখন ব্যাগভর্তি টাকা নিয়ে থলেতে করে বাজার আনতে হচ্ছে। উন্নয়ন হচ্ছে ধর্ষণে, নিপীড়নে, নির্যাতনে, খুন আর লুটপাটে। নেতৃবৃন্দ এই উন্নয়ন চান না দাবি করে বলেন, আজ সময় এসেছে প্রতিরোধের। যেখানে ধর্ষণ, লুটপাট, নির্যাতন, নিপীড়ন সেখানেই আমাদের ঝাঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পার্টির জেলা সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা জাকির হোসেন হবি, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সখিনা বেগম দীপ্তি, মাসুদুর রহমান, রিনা আহমেদ প্রমুখ।