ডুমু‌রিয়ায় গৃহবধূ হত‌্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

0

এম রুহুল আমিন, ডুমু‌রিয়া (খুলনা)॥ খুলনার ডুমু‌রিয়ায় গৃহবধূ টুম্পা মন্ডল হত‌্যা মামলায় স্বামীসহ তিন জনকে ফাঁ‌সিতে ঝু‌লিয়ে মৃত‌্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। অপর এক আসা‌মিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) খুলনার জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমার চৌধুরী এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হ‌লো টুম্পার স্বামী ডুমু‌রিয়ার সেনপাড়া এলাকার প‌রিমল গাইনের পুত্র প্রসেন‌জিৎ গাইন (২৭), একই এলাকার অনা‌দি গাইনের ছেলে অ‌নিমেষ গাইন (২৫) ও কৈ পুকু‌রিয়া এলাকার বিনয় মন্ডলের পুত্র বিপ্লব কা‌ন্তি মন্ডল (৩২)। দণ্ডপ্রাপ্তদের ম‌ধ্যে প্রসেন‌জিৎ গাইন (২৭) ও বিপ্লব কা‌ন্তি মন্ডল (৩২) পলাতক। এছাড়া খালাস পেয়েছেন ডুমু‌রিয়ার সেনপাড়া এলাকার প‌রিমল গাইনের পুত্র সুদাশ গাইন (২৫)।
মামলার সং‌ক্ষিপ্ত বিবরণে জানা যায়, টুম্পা মন্ডলের সঙ্গ প্রসেন‌জিৎ গাইনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ২০১৫ সালের ৬ জুলাই তারা বিয়ে করেন। বিয়ের পর পা‌রিবা‌রিক কলহের কারণে ঝগড়া বিবাদে জ‌ড়িয়ে প‌ড়েন তারা। ২০১৬ সালের ২ অক্টোবর টুম্পাকে তার স্বামী মার‌পিট করে বা‌ড়ি থেকে তা‌ড়িয়ে দেন। পাঁচ‌ দিন পর আপসের কথা বলে টুম্পাকে স্বামী প্রসেন‌জিৎ ফোন করে ডেকে আনে। এরপর সে নিখোঁজ ছিল। ৯ অক্টোবর বিকালে ডুমু‌রিয়া উপজেলার শোভনা এলাকার ঘ‌্যাংরাইল নদী থেকে টুম্পার লাশ উদ্ধার করে পু‌লিশ। এ ঘটনায় টুম্পার ভাই স‌মিত মন্ডল বা‌দী হয়ে ডুমু‌রিয়া থানায় ১০ অক্টোবর হত‌্যা মামলা দায়ের ক‌রেন (নম্বর-৫)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম ও এসআই কেরামত আলী ২০১৭ সালের ২৫ নভেম্বর চার জনকে অ‌ভিযুক্ত করে আদালতে চার্জশিট দা‌খিল করেন। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৬ জনই আদালতে স্বাক্ষ‌্য দেন। মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি‌পি শেখ এনামুল হক।