১২ রবিউল আউয়াল পালনে বাজেট ঘোষণার দাবি

0

লোকসমাজ ডেস্ক॥ হযরত মুহাম্মাদ (স.) এর জন্মদিন ১২ রবিউল আউয়াল পালন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে দিনটি উদযাপন এবং এই দিনটিকে বিশ্বব্যাপী ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি ইসলামিক দেশ। এ দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান। কিন্তু উনার মুহব্বত আজ মুসলমানদের মাঝে নেই। এর কারণ হচ্ছে, বর্তমানে যথাযথভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবি পালন করা হচ্ছে না। তাই, আসন্ন ১২ রবিউল আউয়াল সর্বোচ্চ বাজেট বরাদ্দ করতে হবে। সব মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে সরকারি-বেসরকারি সব পর্যায়ে ব্যাপকভাবে দিনটি পালনের নির্দেশনা জারি করতে হবে। বক্তারা আরও বলেন, আসন্ন ঈদে মিলাদুন্নবিতে বছরব্যাপী ইসলামী ও সামাজিক অনুষ্ঠানসূচি ঘোষণা করা, যেমন, ওয়াজ মাহফিল, দ্বীনি তা’লীম ব্যবস্থা, বই প্রদর্শনী, সামরিক প্রদর্শনী, সাধারণ ক্ষমা ঘোষণা, পতাকা উত্তোলন, অস্বচ্ছল ও বেকারদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, গৃহহীনদের গৃহ দেওয়ার ঘোষণা করতে হবে। এ সময় মানববন্ধনে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।