সুয়ারেজ আমাকে ভুল প্রমাণ করতে পারতো: বার্সা কোচ

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন মৌসুম শুরুর আগে কত নাটক যে হয়েছে বার্সেলোনায়। লিওনেল মেসির ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ও লুইস সুয়ারেজকে বাতিলের খাতায় ফেলে চলে যাওয়ার পথ দেখানোয় ‍উত্তাল হয়ে ওঠে কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত মেসি থেকে গেলেও সুয়ারেজকে পাল্টাতে হয়েছে ঠিকানা। তার নতুন দল আতলেতিকো মাদ্রিদ। উরুগুইয়ান স্ট্রাইকারকে ন্যু ক্যাম্প ছাড়তে বাধ্য করা হলেও বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান এখন শোনাচ্ছেন অন্য কথা। ডাচ কোচ বলছেন, সুয়ারেজ বার্সায় থেকে গিয়ে তাকে ভুল প্রমাণ করতে পারতেন। বার্সেলোনায় সাফল্যময় ছয়টি মৌসুম কাটিয়ে গেছেন সুয়ারেজ। একটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে তিনি জিতেছেন চারটি লা লিগা, আছে আরও বেশ কয়েকটি ট্রফি। শেষ মৌসুমে ৩৬ ম্যাচে সাবেক লিভারপুল স্ট্রাইকার করেছিলেন ২১ গোল। তবে নতুন মৌসুমে ‘পালাবদলে’ কাটা পড়েছেন তিনি। প্রথমে জুভেন্টাসে যোগ দেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সুয়ারেজ নাম লিখিয়েছেন বার্সার লিগ প্রতিপক্ষ আতলেতিকোয়। গত মৌসুমের চ্যাম্পিয়ন লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঢেলে সাজানো হয়েছে বার্সেলোনা। কোচের দায়িত্ব নিয়েই কোম্যান জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই সুয়ারেজ। যদিও ডাচ কোচ জানিয়েছেন, সুয়ারেজ না যেতে চাইলে থাকতে পারতেন ন্যু ক্যাম্পে। সেক্ষেত্রে তাকে ভুল প্রমাণের সুযোগও পেতেন আতলেতিকো স্ট্রাইকার।
সুয়ারেজের ন্যু ক্যাম্প ছাড়া প্রসঙ্গে বার্সা কোচ বলেছেন, ‘সুয়ারেজের যে পরিস্থিতি ছিল, তাতে তার খেলা ভীষণ কঠিন ছিল, আর বিষয়টা আমি তাকে জানিয়ে দেই। তার পক্ষে কথাটা হজম করা কঠিন ছিল, তবে আমার বলতে কোনও সমস্যা হয়নি।’ কোম্যানের কথা শোনার পর সুয়ারেজ বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন। সে সময়ই ডাচ কোচ জানিয়েছিলেন, ন্যু ক্যাম্পে থেকে তাকে ভুল প্রমাণ করতে। কোম্যানের ভাষায়, “সে স্বাভাবিকভাবে অনুশীলন করেছে, খুব ভালো অনুশীলন করেছে। এরপর সে চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং আমি বলি, ‘যদি তুমি না যাও, আর সেটা যে কারণেই হোক, তোমাকে শুধুমাত্র দলের অংশ হিসেবে থাকতে হবে, এরপর আমাকে ভুল প্রমাণ করতে হবে তোমাকে’। সে থেকে যেতে পারতো, অবশ্যই।” এরকম বিদায় সুয়ারেজের প্রাপ্য ছিল না- উরুগুইয়ান ‍স্ট্রাইকার আতলেতিকোয় নাম লেখানোর পর বলেছিলেন মেসি। বোর্ডের ওপর ক্ষোভ ঝেরেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির রাগের কারণ বুঝতে পারেন কোম্যান। এজন্য তিনি ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে কথাও বলেছেন, ‘লকার রুমের কারও সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, স্ত্রী-সন্তান নিয়ে বাইরে ঘুরতে যাওয়া হয়, তখন এই ধরনের প্রতিক্রিয়া আসবেই। আমিও মেসিকে বলেছি, ‘আমি তোমার হতাশা বুঝি এবং বুঝতে পারি ওর (সুয়ারেজ) বিদায়টা লজ্জাজনক, তবে এটা ক্লাবের চাওয়া।’