আর্জেন্টিনার জার্সিতে খেলাই হলো না দিবালার

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে খেলতে পারেননি। এবারের রাউন্ডের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় ছিলেন পাউলো দিবালা। কিন্তু সেই সুযোগটাও কেড়ে নিলো পেটের ব্যথা। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচেও খেলতে পারবেন না জুভেন্টাস ফরোয়ার্ড। তাতে আলবিসেলেস্তেদের জার্সিতে না খেললেই ক্লাব ফুটবল ফিরতে হচ্ছে তাকে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। ১৩তম মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে ৩ ‍পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কষ্টার্জিত জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে তাদের পরবর্তী প্রতিপক্ষ বলিভিয়া। মঙ্গলবার দিবাগত রাতে খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু স্টেডিয়ামে।
ইকুয়েডরের মতো বলিভিয়া ম্যাচেও খেলা হচ্ছে না দিবালার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে, পেটের পীড়ায় বলিভিয়া ম্যাচেও খেলা হচ্ছে না তার। এএফএর ‍টুইট, ‘বাকি দলের সঙ্গে পাউলো দিবালা বলিভিয়া সফরে যাচ্ছেন না। তিনি এখনও শারীরিক দিক থেকে ভালো অবস্থানে নেই। পেটের সমস্যা থেকে সেরে উঠতে তিনি কাজ চালিয়ে যাবেন।’ আর্জেন্টাইন মিডিয়ার খবর, আগের তুলনায় শারীরিক উন্নতি হয়েছে দিবালার। তবে সেটি ম্যাচ খেলার মতো অবস্থায় আসেনি। তাছাড়া সোমবার অনুশীলনও করেননি জুভেন্টাস ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচেই মাঠের বাইরে থাকা দিবালা শিগগিরই ফিরবেন ক্লাব ফুটবলে। জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোর অধীনে প্রস্তুতি নেবেন সিরি ‘আ’র পরবর্তী ম্যাচের। ১৭ অক্টোবর জুভেন্টাস খেলবে ক্রোতোনের বিপক্ষে।