বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর গণসংযোগ: ভোটাররা উৎসাহিত হচ্ছে নেতা কর্মীদের উচ্ছ্বাসে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর গণসংযোগ প্রচার-প্রচারণায় উৎসাহিত হচ্ছে ভোটাররা। নেতাকর্মী সমর্থকদের মধ্যেও উৎসব বিরাজ করছে। সে উৎসবে শামিল হচ্ছেন সাধারণ ভোটাররা। গতকাল রোববার বিএনপি প্রার্থী নূর-উন-নবী, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমও শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। হৈবতপুর ইউনিয়নের বারীনগর, সাতমাইল বাজার, কাশিমপুর, ইউনিয়নের শ্যামনগর, এনায়েতপুর, কাশিমপুর বাজার এবং লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ীসহ বিভিন্ন স্থানে তারা লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি প্রার্থীর এই গণসংযোগ দলের স্থানীয় নেতাকর্মী সমর্থকরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে যুক্ত হন। তাদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গণসংযোগ। এ সময় শ্যামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রচারণার প্রথমদিন থেকেই নেতাকর্মীদের উচ্ছ্বাস খুবই আশাব্যঞ্জক। এতে সাধারণ ভোটাররা দারুণভাবে উৎসাহিত হচ্ছে। বিগত নির্বাচনের চেয়ে এই নির্বাচনের প্রেক্ষাপটে অনেকটা ভিন্ন। অতীতের নির্বাচনে আমরা দেখেছি, শাসকদলের সন্ত্রাসীরা প্রশাসনের সহায়তায় আগের রাতেই ভোট ডাকাতি করে। কিন্তু এই নির্বাচনে শাসকদল সেই সুযোগ পাবে না। আমরা জনগণকে সাথে নিয়ে সাংগঠনিক শক্তি দিয়ে তাদের ভোট ডাকাতি প্রতিহত করবো। এটি হবে জনগণের বিপ্লব।

বিএনপি প্রার্থী নূর-উন-নবী বলেন, অতীতের ন্যায় যদি নির্বাচনেও প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়, তবে সেই অবস্থা উপেক্ষা করে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্রে আমাদের উপস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে যাবে। নিজের ভোট নিজেকে আদায় করে নিতে হবে। শাসকদলকে বুঝিয়ে দিতে হবে বারবার জনগণের ভোট ডাকাতি করা যায় না। বিকেলে বিএনপি প্রার্থী যশোর শহরের শংকরপুরসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পৃথক দুটি গণসংযোগে অংশ নেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগর বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, জাকির হোসেন, সদর উপজেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আঞ্জুরুল হক খোকন, হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাস হোসেন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা এনামুল বারী বাবলু, সাংগঠনিক সম্পাদক তহিজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সহসভাপতি ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।