যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দীর আত্মহত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দী মোর্শেদ (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। হাসপাতালে ভর্তি করার পর ছাড়পত্র দেয়ার আগেই তাকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র জানিয়েছেন, গত শনিবার দিনগত রাত ২টা ২০ মিনিটে বন্দী মোর্শেদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। গলায় ফাঁস দেয়ার পর মোর্শেদ অসুস্থ হয়ে পড়লে শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার নজীর আহমেদ তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসায় সুস্থ হলে গতকাল সকালে মোর্শেদকে হাসপাতাল থেকে পুনরায় নজীর আহমেদ শিশু উন্নয়ন কেন্দ্রে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময় রোগীর কোন ছাড়পত্র নেয়া হয়নি। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত সেবিকা-কর্মচারীরা ছাড়পত্র পাওয়ার পর মোর্শেদকে নিয়ে যেতে বললেও নজীর আহমেদ তাদের কথায় কর্ণপাত করেননি। ‘আগে রোগী নিয়ে যাই, পরে এসে ছাড়পত্র নেব’Ñ এ কথা বলে তিনি হাসপাতাল হতে মোর্শেদকে নিয়ে যান। কী কারণে গভীর রাতে মোর্শেদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কষ্ট চালিয়েছে, সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানাতে অস্বীকার করেছেন। শিশু উন্নয়ন কেন্দ্রের সুপার জাকির হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুদের ব্যাপারে বেশি জানাজানি করা আইনে নিষেধ আছে। তাই বেশি কিছু বলা যাচ্ছে না। কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়ার চেষ্টা করছিল সে। তবে পারিনি। পাহারাদাররা তাকে উদ্ধার করে হাসপাতাল থেকে শিশু উন্নয়ন কেন্দ্রে এনে কাউন্সিলিং করার পর মোর্শেদ ভুল হয়ে গেছে বলে ক্ষমা চেয়ে নিয়েছে। এর আগে আরো বন্দী এ রকম আত্মহত্যার চেষ্টা চালিয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রে।