মনিরামপুরে ধান-চালের তিন আড়তে জরিমানা

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ বৈধ লাইসেন্স না থাকা, অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে রোববার যশোরের মনিরামপুরে ধান-চালের তিন আড়তসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, দুপুরে প্রথম অভিযান চালানো হয় পৌরশহরের বিজয়রামপুরে ভাই ভাই রাইস মিলের গুদামে। সেখানে দীর্ঘদিনের পুরাতন বিপুল পরিমান ধান মজুদ থাকায় মিল মালিক মামুনুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উপজেলা সদরের চাল বাজারের লাল্টু কুন্ডুর আড়তে অভিযান চালানো হয়। এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে লাল্টুকে ৫ হাজার, আড়তদার তরুণ কুন্ডুকে ১০ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী আক্তার হোসেনকে ৫ হাজার, আলু ও পেঁয়াজ ব্যবসায়ী আবুল কাশেমকে ২ হাজার ও শাহাব উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক মামুন হোসেন খান, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।