খুলনা সমবায় ব্যাংকের নির্বাচনে মনোনয়নপত্র জমা দানে বাধা

0

খুলনা ব্যুরো ॥ খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ব্যাংকে মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে ফিরে গেছেন অনেকেই। বাইরে পাহারা বসানোর কারণে অনেকেই মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে জানা গেছে। এদিকে একটি পদ বাদে বাকি সবগুলো পদেই একজন করে জমা দিয়েছেন মনোনয়নপত্র। রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
ব্যাংকের সামনে গিয়ে দেখা গেছে, প্রায় ২০/২৫ জনের একটি দল বাইরে ওৎ পেতে বসে আছে। কেউ মনোনয়ন ফরম জমা দিতে গেলেই তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল নীরব ভূমিকায়। তবে, বাধাদানের বিষয়ে প্রকাশ্যে কোন প্রার্থী মুখ খোলেননি। নির্বাচন কমিশনার গৌর হরি মল্লিক জানান, ‘অনেকেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জমা দিতে পারেননি এমন কোন অভিযোগ কেউ করেননি। জমা দিতে না পারার বিষয়ে কেউ অভিযোগ দিলে আমরা খতিয়ে দেখতাম’। তিনি জানান, তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়। মনোনয়ন ফরম কেনার তালিকায় ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালকুদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য ও খুলনা নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও কাজী শফিকুল ইসলাম। তবে এদের মধ্যে শফিকুল ইসলাম শুধুমাত্র মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বাকি দু’জন জমা দেননি। অপরদিকে সহসভাপতি পদে ১টি পদের বিপরীতে ৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। জমা পড়েছে দুটি। নির্বাহী সদস্য পদের কর্ম অঞ্চল (১)’র আওতায় ৩টি, কর্ম অঞ্চল (২)’র আওতায় ৩টি, কর্ম অঞ্চল (৩)’র আওতায় ৪টি এবং কর্ম অঞ্চল (৪)’র আওতায় ৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়। সবগুলোতে জমা পড়েছে একটি করে মনোনয়ন। ফলে সহসভাপতি পদ ছাড়া বাকি সবগুলো পদেই মনোনয়ন জমাদানকারীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে বলাকা রায় এবং এসএম মোদাচ্ছের আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২০ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।