তালায় সরকারি রাস্তার ওপর পাকাঘর-টয়লেট তৈরির অভিযোগ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা গ্রামে সরকারি রাস্তার ওপর অবৈধভাবে ঘর ও টয়লেট তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহা খাঁ পাড়া এলাকার সরকারি রাস্তার ওপরে একই এলাকার কামাল খাঁন ও আলাউদ্দিন খাঁন গং অবৈধভাবে পাকাঘর ও টয়লেট তৈরি করেছে। যে কারণে ছোট এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল ও বোরো মৌসুমে বিল থেকে যানবাহনের মাধ্যমে ধান বাড়িতে আনার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।বালিয়াদহা গ্রামের সৌরব খাঁন, আতিয়ার রহমান, মনিরুজ্জামান সরদারসহ এলাকাবাসীরা জানান, সরকারি রাস্তার ওপর অবৈধভাবে পাকাঘর ও টয়লেট তৈরির অভিযোগ করার পর স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাদেরকে নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু তারা আবারও কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।