চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ সীসাসহ পুলিশের এএসআই আটক

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার ভারত সীমান্তে লুঙ্গি পরিহিত অবস্থায় ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন এবং ১০ রাউন্ড গুলিসহ পুলিশের একজন এএসআই ও একজন ইজিবাইক চালককে আটকের পর দেড় মন অবৈধ সীসা উদ্ধার করেছে বিজিবি। চুয়াডাঙ্গায় বর্ডারগার্ড ব্যাটালিয়ন-৬ এর পরিচালক খালেকুজ্জামান পিএসসি জানান, শনিবার রাতে ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোস্তাফিজুর রহমানসহ একদল বিজিবি সদস্য দামুড়হুদা উপজেলার ধন্যঘরা গ্রামের কাঁঠালতলা নামক স্থান থেকে সন্দেহজনক একটি ইজিবাইক দাঁড় করিয়ে তল্লাশি চালায়। ওই ইজিবাইকে লুঙ্গি পরিহিত অবস্থায় দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই (১৯০) হুমায়ুন কবীর (৩৭) ও চালক জহিরুল (৪৮) ছিলো। ইজিবাইক তল্লাশি করে তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা অবৈধ দেড় মন সীসা উদ্ধার করা হয়। সীসাসহ তাদের দুজন কে আটক করে দর্শনা থানায় সোপর্দ করার পর রবিবার বিকালে বিজিবির নায়েক সুবেদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল জানান, এএসআই হুমায়ুন কবীর ও ইজিবাইক চালক জহিরুলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নম্বর-১৫/২০২০। অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। এএসআই হুমায়ুন নড়াইল জেলার বড়গাতী গ্রামের মরহুম আবু বক্করের ছেলে।