প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রতারণার অভিযোগে বিজিবি হাবিলদার ফারুক হোসেনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা হয়েছে। বাঘারপাড়া উপজেলার বহরামপুর গ্রামের বাসিন্দা মাসুদ হোসেন এই মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান তার অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত বিজিবি হাবিলদার ফারুক হোসেন উপজেলার আদমপুর গ্রামের মৃত ওমর মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী মাসুদ হোসেন ও আসামি ফারুক হোসেন পরস্পর আত্মীয়। ২০১৪ সালের ১০ অক্টোবর আসামি ফারুক হোসেন তার একটি বাজাজ কোম্পানির ডিসকভার মোটরসাইকেল ( নম্বর- যশোর-হ-১৩-১৫০৮) বাদী মাসুদ হোসেনের মাধ্যমে জনৈক নাজমুল হক মুন্নুর কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ সময় আসামি ফারুক হোসেন মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের কথা বলে প্রয়োজনীয় কাজগপত্র নিজের রেখে দেন। কিন্তু তিনি আর ক্রেতাকে কাগজপত্র দেননি। ফলে নাজমুল হক মুন্নু মধ্যস্থতাকারী মাসুদ হোসেনকে আসামি করে আদালতে সিআর মামলা করেন। মধ্যস্থতা করার কারণে আসামি হওয়ায় কোনো উপায় না পেয়ে রোববার মাসুদ হোসেন বিক্রেতা ওই বিজিবি হাবিলদার ফারুক হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন।