নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ীগেটে মানববন্ধন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ দেশব্যাপী অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ীগেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে ব্লাড ব্যাংকের আয়োজনে ফুলবাড়ীগেট শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংকের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক সাজু শেখ,ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মুজিবুর রহমান, দেবাশীস রায় প্রমুখ।