ঝিকরগাছায় বিএনপি নেতা আজগার আলীর সহধর্মিণী ও ইউপি চেয়ারম্যান আমির হোসেনের বাবার ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পায়রাডাঙ্গা গ্রামের আজগার আলী গাজীর সহধর্মিণী সমেত্বভান এবং ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেনের বাবা মল্লিকপুর গ্রামের সোলাইমান মুন্সি ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ভোরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমেত্বভান মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এদিন দুপুরে সোলাইমান মুন্সি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। নামাজে জানাজা শেষে পায়রাডাঙ্গায় পারিবারিক কবরস্থানে সমেত্বভানের লাশ ও মল্লিকপুরস্থ পারিবারিক কবরস্থানে সোলাইমান মুন্সির লাশ দাফন করা হয়েছে।