নওয়াপাড়া প্রেসকাবে সংবাদ সম্মেলন: অভয়নগরে সাংবাদিক বদরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে জমির বিরোধ মেটাতে সাংবাদিক বদরুজ্জামানের অভিনব প্রতারণার শিকার হয়েছেন একটি দরিদ্র পরিবার। এ ঘটনায় রবিবার দুপুরে নওয়াপাড়া প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মুকিতুর রহমান মোল্লার মেয়ে রেহেনা খাতুন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির বিরোধ মেটাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী কয়েক দফা বৈঠক করে ব্যর্থ হন। পরবর্তীতে জমি দখল, গাছপালা কেটে নেওয়া ও সংঘর্ষের ঘটনায় আমার চাচা খুন হন। এ ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের হয়। ওই জমির বিরোধ মেটাতে আমাদের কাছে আসেন সাংবাদিক বদরুজ্জামান। তিনি বিরোধ মেটাতে আমার বাবা, চাচাসহ পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে নিয়ে যান তার নূরবাগস্থ বস্তাপট্টির জামান হোমিও ফার্মেসিতে। এ সময় বদরুজ্জামান নিজেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিরোধ মেটাবে বলে মোটা অংকের টাকা দাবি করেন।
দাবিকৃত টাকা না দিতে চাইলে পুলিশ দিয়ে হয়রানিসহ সংবাদপত্রে সংবাদ প্রকাশের হুমকি দেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জমির বিরোধ মেটানোর কথা বলে গত ১০এপ্রিল একটি মনগড়া সালিশনামা তৈরি করেন বদরুজ্জামান। সেই সালিশ নামায় জোর করে আমার বাবার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। স্বাক্ষর না দেওয়ায় আমার বাবাসহ আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। শুরু হয় হয়রানি। হয়রানির হাত থেকে রক্ষা পেতে কয়েক দফা বদরুজ্জামানকে টাকা দিয়েও বন্ধ হয়নি তার প্রতারণা। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত ও ভয়ভীতি দেখিয়ে টাকা দিতে বলেন। কথিত সাংবাদিক বদরুজ্জামানের অত্যাচারে আমরা চরম অসহায় ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। এ ধরনের সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেহেনা খাতুনের স্বামী আবদুল্লাহ আল মামুন, বাবা মুকিতুর রহমান মোল্লা, মা আনজিরা বেগম, ফুফু শাহিদা বেগম ও শাকিলা বেগম, চাচি রেবেকা বেগম প্রমুখ।