কাতারের কাছে এফ-৩৫ বিক্রি মেনে নেবে না ইসরাইল

0

লোকসমাজ ডেস্ক॥ কাতারের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি হলে তার বিরোধিতা করবে ইসরাইল। রোববার ইসরাইলের গোয়েন্দামন্ত্রী এলি কোহেন এ কথা জানান। তিনি বলেন, এ অঞ্চলে সামরিকভাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় ইসরাইল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে রয়টার্সের খবরে জানানো হয়েছিল যে, কাতারের কাছে যুদ্ধবিমান এফ-৩৫ বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এলি কোহনের কাছে প্রশ্ন করা হলে তিনি উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এখনো সুইজারল্যান্ডের মতো মানবিক হয়ে উঠেনি। এ অঞ্চলে ইসরাইল নিজের সামরিক শ্রেষ্ঠত্বের বিকল্প ভাবতে পারে না।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান ক্রয়ের চুক্তির প্রেক্ষাপটে কাতারও একই বিমান ক্রয়ের আবেদন জানায়।
যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে বলে জানা গেছে।