এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে -তানভীন সুইটি

0

লোকসমাজ ডেস্ক॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানভিন সুইটি। বিভিন্ন অসঙ্গতি নিয়েও লিখেন তিনি। গতকাল এই অভিনেত্রী তার ফেসবুক বন্ধু ও ফলোয়ার্সদের উদ্দেশ্য করে একটি পোস্ট দেন। সে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, কারো সম্পর্কে না জেনে বাজে মন্তব্য না করার অনুরোধ করছি। একজন মানুষ কখন কেমন সময় পার করবে কেউ জানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা রকম নেতিবাচক মন্তব্য করেন বিভিন্নজনকে নিয়ে। এটা ঠিক না। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।
এই অভিনেত্রী এখন বিটিভির ‘পিছুটান’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এটি পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ধারাবাহিকটি নিয়ে সুইটি বলেন, বিটিভির নাটকের একটি নিজস্বতা আছে। এছাড়া এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। সব মিলিয়ে কাজ করতে খুব ভালো লাগছে৷ আমার মনে হয় সব মিলিয়ে অন্যরকম একটা নাটক দর্শক দেখতে পাবে। টিভি নাটকের বাইরে সুইটি সম্প্রতি একটি বিজ্ঞাপনও করেছেন বলে জানান। এই অভিনেত্রী টিভি নাটকের শুটিং নিয়েও কথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের কোনো কিছু আগের মতো নেই। তবে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে সব ঠিক করতে হবে। শিল্পীরা এখন স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। তারপরও ঝুঁকি থেকে যায় বলে আমি মনে করি। কারণ শুটিং ইউনিটে অনেক মানুষ নিয়ে কাজ করতে হয়। এই সময়ে সবার প্রতি সবার আন্তরিকতা বাড়াতে হবে। সুইটি শোবিজের বাইরে কী করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছি। আমরা যে পেশাতেই থাকি না কেন দেশের জন্য কাজ করা প্রয়োজন। সমাজের উন্নয়নে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।