আখের রস খেয়ে অচেতন : দুই গরু ব্যবসায়ীর ১৫ লাখ টাকা খোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ আখের ‘রস’ খেয়ে অচেতন হওয়ার পর দুর্বৃত্তরা দু’গরুর ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরু কেনার জন্য গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে বাসযোগে শার্শার সাতমাইল হাটে আসার পথে এ ঘটনা ঘটে। অসুস্থ গরু ব্যবসায়ীদ্বয় হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কাস্টমা গ্রামের মহাআলম (৫০) ও কেশুয়া গ্রামের এরশাদ আলী (৪৫)। হাসপাতালে দেখভাল করার দায়িত্বে নিয়োজিত সাতমাইল গরুর হাটের কর্মচারী বাবু মহিউদ্দিন জানিয়েছেন, মহাআলম ও এরশাদ আলী হাট থেকে প্রতি সপ্তাহে গরু কিনে নিয়ে ব্যবসা করেন। গত শুক্রবার রাতে গরু ক্রয় করার জন্য চট্টগ্রাম সাতক্ষীরা রুটের শ্যামলী পরিবহনযোগে তারা সাতমাইল বাজারে আসছিলেন। বাবু মহিউদ্দিন জানান, দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছুলে সেখান থেকে তারা আখের রস কিনে পান করেন। রস খাওয়ার পর তারা বাসের ভেতর অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা এরশাদ আলীর কাছ থেকে ৭ লাখ টাকা ও মহাআলমের কাছ থেকে ৮ লাখ মোট ১৫ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। পরে বাসের চালক দু’গরু ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উপশহর শ্যামলী পরিবহন কাউন্টারে নামিয়ে দিয়ে চলে যান। তখন লোকজন তাদের উদ্ধার করার পর সকাল ৯টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বাবু মহিউদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সাগর নামে এক ব্যবসায়ী মোবাইল ফোনে তাকে ঘটনাটি জানান এবং রোগীকে সেবা করতে বলেন।