বেনাপোল পৌরসভার নির্বাচন দাবিতে ২১ সংগঠনের সভা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভোটাধিকার ও পৌরবাসীর উন্নয়নের স্বার্থে অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পৌরবাসী’ এর ব্যানারে ২১টি সংগঠন বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে শনিবার সকাল ১১টায় সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে এ সভার আয়োজন করে।
মুস্তাফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহ আলম, বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ নুরুজ্জামান, সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ এনামুল হক মুকুল, আলহাজ নাছির উদ্দিন, সাংবাদিক মহসিন মিলন, আব্দুর রহিম, মনিরুল ইসলাম মনি ও কামাল হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য অহেদুজ্জামান অহিদ, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, জুলফিকার আলী মন্টু, সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, বন্দর হ্যন্ডলিং ইউনিয়নের সভাপতি রাজু মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহীন, প্রাইভেটকার সমিতির সভাপতি মতিয়ার রহমান, আকবর হোসেন প্রমুখ। সভায় আগামী সপ্তাহে নির্বাচনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন করার ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য, সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় দীর্ঘ ১০ বছর ধরে বেনাপোল পৌরসভার নির্বাচন হচ্ছে না।