তালায় মাদরাসার কার্যক্রম বন্ধের অভিযোগ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার হাজরাকাটি মোহাম্মদিয়া দাখিল মাদরাসা নামে একটি ননএমপিও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে স্থানীয় কয়েকজন ধর্মীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় ১৯৭৭ সালে হাজরাকাটি মোহাম্মদিয়া দাখিল মাদরাসা স্থাপিত হয়। মাদরাসাটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে । সম্প্রতি করোনাকালীন সময়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মত ওই মাদরাসারটির শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। মাদরাসা বন্ধকালীন সময়ে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম এবতেদায়ী মাদরাসা নামের একটি প্রকল্প পরিচালনার জন্য স্থানীয় ইউপি সদস্য ও এজাজ আহম্মেদ হাজরাকাটি মোহাম্মদিয়া মাদরাসার ভারপ্রাপ্ত’র কাছ থেকে অফিস রুমের চাবি নেন। সেখানে তারা তাদের প্রকল্পে কার্যক্রম পরিচালনা করে আসছেন । পরবর্তীতে মোহাম্মদিয়া মাদরাসার দাফতরিক কাজের জন্য অফিস রুমের চাবি চাইতে গেলে এবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক এজাজ আমম্মেদ ও ইউপি সদস্য আব্দুর রব চাবি দিতে অস্বীকার করেন । এ বিষয়ে হাজরাকাটি মোহাম্মদিয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. জুলফিক্কার আলী গত ৬সেপ্টে¤র^ সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক বিষয়টির সুষ্ঠ তদন্তের জন্য তালা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেন। এ বিষয়ে অভিযোগ করার কারণে স্থানীয় ইউপি ও এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক এজাজ আহম্মেদের বিরুদ্ধে হাজরাকাটি মোহাম্মদিয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জুলফিক্কার আলীকে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ইউপি সদস্য আব্দুর রব তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,মদ্রাসাটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বন্ধ আছে। মাদরাসা বন্ধকালীন সময়ে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম এবতেদায়ী মাদরাসা নামের প্রকল্পটি প্রায় ৪ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান, মাদরাসার বিষয় নিয়ে তদন্ত চলছে।