রামপালে ৩৯ টি মন্দিরে দুর্গাপূজা হবে

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ এ বছর বাগের হাটের রামপালে ৩৯ টি সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা হতে যাচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামপাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত বরণ কুণ্ডু জানান, প্রতি বছরের ন্যায় এবার ও যথা নিয়মে পূজা অনুষ্ঠিত হবে। তবে করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে। এ বিষয়ে কথা হয় রামপাল থানার ওসি মো. মনজুরুল আলমের সাথে। তিনি জানান, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে করে সবাই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, শারদীয় দুর্গা পূজা পালনের জন্য সরকারের দিক নির্দেশিত মোতাবেক সবধরনের ব্যবস্থা নেয়া হবে। পূজার জন্য সরকারিভাবে এ বছর ১৯ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের চাল দেয়া হবে বলেও জানান তিনি। করোনা পরিস্থিতির কারেেণ সরকারি দিকনির্দেশনা মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।