আফিলগেটে স্বামীর অত্যাচার থেকে মুক্তি পেতে দ্বারে দ্বারে নূরজাহান

0

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ খানজাহান আলী থানার আফিলগেট চেকপোষ্ট এলাকার আকবারের ছেলে বাস ড্রাইভার রিগান (৩২) এর অত্যাচারের হাত থেকে রেহাই পেতে ৭ বছরের পুত্র সন্তান ফয়সালকে নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তার স্ত্রী নূরজাহান (২৬)। সূত্র মতে, ২০০৭ সালে ইসলামী শরিয়ত মোতাবেক ইস্টার্ন জুট মিলের শ্রমিক নুরুজ্জামানের মেয়ে নূরজাহানের সাথে বিবাহ হয় বাস ড্রাইভার রিগানের। বিয়ের পর থেকে স্ত্রী নূরজাহানকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এর মধ্যে গত বছরের জুন মাসে ড্রাইভার রিগান শিরোমনি এলাকায় এক যুবকের স্ত্রীকে কৌশলে ভাগিয়ে নিয়ে বিবাহ করে, কিছুদিন পর তাকেও তালাক দেয় । পরবর্তীতে চলতি বছরের জুলাই মাসে কৈয়া বাজারের এক মহিলাকে বিবাহ করে । এ দিকে তার ১ম পরে স্ত্রী নূরজাহান ও ছোট শিশু পুত্র ফয়সলের খোঁজ খবর ভরণ- পোষণ না দিয়ে এবার স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে রিগান । স্বামীর অত্যাচারের হাত থেকে রেহাই পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন নুরজাহান । লিখিত অভিযোগে নুরজাহান বেগম জানান, বিয়ের পর থেকে স্বামীর অত্যাচার চলতে থাকে, ছোট সন্তানের কথা ভেবে মুখ বুজে রিগানের নির্যাতন সহ্য করে সংসার করছিলেন। তাকে ভরণ পোষণ দেওয়া দূরে থাক এখন তাকে মিথ্যা মামলাসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। স্থানীয়রা জানান, রিগান নিয়মিত মাদক সেবন করে, রিগানের কারণে অনেকের সংসার ভেঙ্গেছে । এছাড়া বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকান্ড করায় এলাকায় একাধিকবার শালিস দরবার হয়েছে।