কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপনির্বাচন রিংকু নির্বাচিত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে বোতল প্রতীকের মনিরুজ্জামান রিংকু ১হাজার ৬শ ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের নাসিম উদ্দিন পেয়েছেন ১হাজার ২১ ভোট । ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, নির্বাচনে শনিবার সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বচনে অন্য দুইজন প্রার্থী পাঞ্জাবী প্রতীকের আলমগীর হোসেন ৪২৬ ও ডালিম প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন ২০৭ ভোট। ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৩শ ৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১শ ৩৬ ও নারী ভোটার ৩ হাজার ১শ ৭০ জন। এই উপনির্বাচনে ২টি ভোট কেন্দ্রে ১ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ আগস্ট কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী মৃত্যুবরণ করেন। এরপর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি মাসে মেয়র পদে উপনির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ মেয়র নির্বাচিত হন। তারপর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়।