চৌগাছায় সরকারি বাঁওড়ের গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ

0

এম এ রহিম, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড়ের ম্যানেজার ইমদাদ হোসেনের বিরুদ্ধে সরকারি গাছ টেন্ডার বা নিলাম ছাড়াই অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি বাঁওড় ও বাঁওড়ের অন্তর্ভুক্ত ডাইনের বিলের মূল্যবান বাবলা ও মেহগনি গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন। শনিবার দুই লাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ গাড়িতে করে চৌগাছা পৌর শহরের কুঠিপাড়া মোড়ে কাঠের মিলে নিয়ে যায়। এ সময় কাঠ বোঝাই গাড়িসহ চালক স্থানীয়দের হাতে ধরা পড়ে। বাওড় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা বলছেন, শনিবার বাঁওড় ম্যানেজার যে গাছ স-মিলে বিক্রি করেছেন তার আনুমানিক মূল্য ২ থেকে ৩ লাখ হবে। তাদের অভিযোগ বাঁওড় এবং বাওড়ে ডাইনের বিলের পাড়ে যেসব মূল্যবান গাছ ছিল এ ম্যানেজার আসার পরে বিভিন্ন অজুহাতে তিনি সেগুলোর প্রায় সব কেটে বিক্রি করে দিয়েছেন। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে।
শনিবার কাটা গাছ স-মিলে নেয়ার সময় গাড়ি (ট্রলি) চালক বেড়গোবিন্দপুর গ্রামের শরিফুল ইসলাম বলেন, বাঁওড় অফিস থেকে গাছ নিয়ে তিনি কাঠমিলে যাচ্ছেন। তিনি জানান এটি ২য় গাড়ি। এর আগে একগাড়ি স-মিলে রেখে এসেছেন। এই গাছ কে বিক্রি করলো জানতে চাইলে তিনি বলেন, বাঁওড়ের ম্যানেজার মিলে নেয়ার জন্য গাড়িতে কাঠ তুলে দিয়েছেন। অনেক আগে থেকেই চৌগাছার সরকারি এ বাঁওড়টির ম্যানেজার ইমদাদুল হকের বিদ্ধে মাছ চুরি করে বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাঁওড় ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, কোন গাছ টেন্ডার বা নিলাম করা হয়নি। আম্পান ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়া গাছ রয়েছে। তবে তার দাবি সে গাছগুলো বাঁওড়ের স্টোরে রয়েছে। স-মিলে যে গাছ নেয়া হচ্ছে এগুলো কোন গাছ প্রশ্ন করলে তিনি এর কোন জবাব দিতে পারেননি।