বিএনপি প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ, প্রচার প্রচারণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল শনিবার বিএনপি প্রার্থী নূর-উন-নবীর পক্ষে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়েছেন। এদিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরের সিভিল কোর্ট মোড় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিলটি দড়াটানা গাড়িখানা এমকে রোড হয়ে মাইকপট্টি এসে শেষ হয়। এদিকে সকালে বিএনপি প্রার্থী দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। তিনি বসুন্দিয়া বাজার, বাসস্ট্যান্ড, রেলগেটসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে ভোট ও দোয়া চান। বিকালে শহরের বস্তাপট্টির মোড় থেকে গণসংযোগ শুরু করেন। গণসংযোগটি বেজপাড়ার বিভিন্ন সড়ক হয়ে মনিহার বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। পৃথক নির্বাচনী প্রচারণায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খান, নগরবিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগরবিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগরের ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী ফায়াজ আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কমিশনার রিয়াজ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. নুরুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক কাজী আব্দুল কাজী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।