বাগআঁচড়ায় ছাত্রদলের ৩ কর্মীকে ছাত্রলীগের বেধড়ক মারধর

0

স্টাফ রিপোর্টার॥ ছাত্রদলের নতুন কমিটির সদস্য পদে নাম থাকার কারণে যশোরের শার্শার বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রি কলেজ শাখা ছত্রদলের তিন কর্মীকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে কলেজ ছাত্রলীগ নেতারা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদির নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা বাগআঁচড়া কলেজ রোড থেকে ছাত্রদল কর্মী মাহবুবুর রহমান, মাসুদ রানা ও খালেদুল ইসলামকে ধরে প্রয়াত বাবু চেয়ারম্যানের মার্কেটের দোতলায় নিয়ে যায়। সেখানে তাদের রোদের মধ্য লাইন দিয়ে দাঁড় করে বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারখানায় ভর্তি করেন। পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডাক্তারখানায় গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং সেখান থেকে তাদের নিজের বাড়িতে এনে সেবা করেন। বিকেলে ওই তিন কর্মীকে নিজ নিজ বাড়িতে পৌছে দেন। এ ঘটনার তীব্র ্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগআঁচড়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।