চুড়ামনকাটিতে গরু চুরির সময় একজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের িিতবদিয়া গ্রামের একটি বাড়ি থেকে গরু চুরি করার সময় হাতেনাতে আটক করা হয়েছে রফিকুল ইসলাম (৪০) নামে একজনকে। এ সময় তিনি গণপিটুনির শিকার হন। আটক রফিকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর কলোনী মৃত মধু শেখের ছেলে। এ সময় তার আরও তিন সহযোগী পালিয়ে যায়। এরা হলো, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ডিঙ্গেদাহ (খেজুরা) গ্রামের জুমাত আলীর ছেলে শামীম আহম্মেদ, ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মোস্তাক আহম্মেদ ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ফারুক হোসেন।
িিতবদিয়া (সরকারপাড়া) গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে আনোয়ার হোসেন শনিবার কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি কৃষিকাজ ও পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার দিবাগত রাতে তিনি তার ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দু’টি এড়ে গরু ঘরের পাশে গোয়ালঘরে রেখে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ চোর গোয়ালঘর থেকে গরু দু’টি চুরি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গরুর ডাক শুনে আনোয়ার হোসেনের ঘুম ভেঙ্গে যায়। ওই রাতে গোয়ালঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই। এসময় তার চিৎকারে লোকজন উঠে চারিদিক ঘিরে ফেলে একটি গরুসহ রফিকুলকে আটক করেন। তাকে পিটুনি দিলে তিনি সঙ্গীদের নাম প্রকাশ করেন। পরে রফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।