আজ সংবাদ সম্মেলন: ধর্ষণ মামলায় নিরীহদের ফাঁসানোর অভিযোগ শ্রমিক নেতাদের

0

স্টাফ রিপোর্টার ॥ বাসের মধ্যে নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় নিরীহ ৬ শ্রমিককে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন যশোরের নেতারা। গতকাল শনিবার সন্ধ্যার দিকে তারা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সভায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এ দাবি তোলেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি মামুনুর রশিদ বাচচু, সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক শেখ হারুন অর রশিদ ফুলু, মিজানুর রহমান মিজু, মিন্টু গাজী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার রাতে এমকে পরিবহনের একটি বাসের মধ্যে এক নারী ধর্ষিত হয় বলে তারা জানতে পারেন। এই ঘটনায় পুলিশ বাসটির হেলপার মনিরুল ইসলাম মনিসহ ৭ জনকে ধরে নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। তারা বলেন, এই ঘটনার সাথে হেলপার মনি জড়িত থাকতে পারে। ‘বাস চুরি হয়েছে’ এমন সংবাদ পেয়ে ওই এলাকার শ্রমিকরা বাসটি উদ্ধারের জন্য তৎপর হন। পরে কোল্ডস্টোরেজের পাশের সানফাওয়ার মিলের সামনে থেকে বাসটি উদ্ধার হয়। সে সময় শ্রমিকরা বাসের মধ্যে এক নারী ও হেলপারকে দেখতে পান। তখন উত্তেজিত হয়ে শ্রমিকরা মনিকে মারপিট করেন। তবে এই ধর্ষণের ঘটনায় মনি’র সাথে বাকি যে ৬ জনকে জড়ানো হয়েছে তা মিথ্যা। পুলিশ ইচ্ছা করলে ৬ জনকে মামলার আওতায় নাও আনতে পারতো। তারা এ ঘটনার প্রতিবাদ জানান। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ (রোববার) বেলা ১১ টায় পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।