যশোরে গাঁজাসহ তিন জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ডিবি ও চাঁচড়া ফাঁড়ি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ তিনজন আটক হয়েছে। এরা হলেন-বেনাপোল পোর্ট থানাস্থ বাহাদুরপুর গ্রামের ইনছার আলীর ছেলে লিটন হোসেন (২৬), শার্শা উপজেলার দুর্গাপুর মাঠপাড়ার মৃত শহর আলীর ছেলে মমিন শেখ (২৮) এবং ঝিকরগাছা উপজেলার বাইশা দক্ষিণপাড়া মসজিদের সামনে রফিকুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (৩৩)। ডিবি পুলিশের ওসি সোমেন দাস জানান, শনিবার সকাল সাতটার দিকে শার্শা উপজেলার বেনাপোল-গোড়পাড়া রোডের দুর্গাপুর গ্রামের আব্দুস সামাদের বাড়ির সামনে থেকে লিটন ও মমিনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেড়কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অপরদিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মাসুদুর রহমান জানান, গত শুক্রবার দুপুর একটার দিকে চাঁচড়া চেকপোস্ট পাবলিট টয়লেটের সামনে থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।