অভয়নগরে কথিত সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ সাপ্তাহিক জীবন স্্েরাত নামের নামসর্বস্ব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী কথিত সাংবাদিক ও হোমিও চিকিৎসক মো. বদরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার বিকেলে নওয়াপাড়া প্রেস কাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জহিরুল ইসলাম মিঠু। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমাকে সাপ্তাহিক জীবন স্্েরাত পত্রিকার সাংবাদিক বানিয়ে আমার নাম ব্যবহার করে হোমিও চিকিৎসক বদরুজ্জামান আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। আমি ওই পত্রিকার সাংবাদিক নই। আমি সাংবাদিকতার সাথে জড়িত নই। এহেন মিথ্যা সংবাদ পরিবেশন করায় আমার পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে। এ ঘটনার গত বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারস্থ নূরবাগ বস্তাপট্টিতে বদরুজ্জামানের জামান হোমিও প্যাথিকের ফার্মেসিতে গিয়ে, কেন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে? তা জানতে চাইলে তিনি বিরূপ আচরণ করে আমাকে ঘর থেকে বের করে দেন। সংবাদ সম্মেলনে জাননো হয়, নওয়াপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে চাঁদাবাজ আখ্যায়িত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান মিঠু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক জীবন স্্েরাত পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান মিলন, আনাস হোসেন, এজাজ আহম্মেদ অপু, বাশার প্রমুখ।