‘আশ্বাস নয়, ধর্ষকের মৃত্যুদণ্ড চাই’

0

ঝিনাইদহ সংবাদদাতা॥ ‘আশ্বাস নয়, ধর্ষকের মৃত্যুদণ্ড চাই’-স্লোগানে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সারা দেশে চলমান নারী ধর্ষণ ও শিশু নিপীড়নের বিরুদ্ধে শৈলকুপায় বিচিত্রা ছাত্র সংঘ ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের চৌরাস্তা মোড়ে দুই শতাধিক শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে হাজির হয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তব্য রাখেন, মানববন্ধনের প্রধান সমন্বয়ক ইয়াসমিন শিরি ও মায়া খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি খন্দকার ফারুক হোসেন, শিক্ষার্থী মিজানুর রহমান, বাবর হোসেন প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের শুধু গ্রেফতার নয়, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে এখনই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘরের বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্ষণ বিচার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করে ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে।