তুর্কি পুলিশের বিশেষ অভিযানে আল-কায়দা জঙ্গি গ্রেপ্তার

0

লোকসমাজ ডেস্ক॥জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামসুনে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে আনাদলু।
খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই জঙ্গিকে গ্রেপ্তারে আগে থেকেই সচেষ্ট ছিল তুর্কি গোয়েন্দারা। তাকে ধরতে প্রাদেশিক পুলিশের বিশেষ জঙ্গিবিরোধী ব্রাঞ্চ ওই অভিযান পরিচালনা করেছিল। ওই জঙ্গি ইসলামপন্থী সংগঠন হাদ গ্রুপের সদস্য বলে জানিয়েছে আনাদলু। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল।