যশোর সদর ও পৌর আ.লীগের প্রতিনিধি সভা : তৃর্ণমূল ঐক্যবদ্ধ হলে ২০ তারিখের নির্বাচনে জয়ী হওয়া সম্ভব : বিএম মোজাম্মেল

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির নেতারা এখন আওয়ামী লীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে শুধু বিদেশিদের কাছে বসে মিথ্যা নালিশ করে বেড়াচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলা ও যশোর পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ২০ অক্টোবর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, তৃর্ণমূল যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই আগামী ২০ তারিখের নির্বাচনে জয়ী হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে এদেশে মানুষের মুক্তির জন্যে লড়াই সংগ্রাম করেছে। দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পতাকা তলে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কারো সাথে আপস করেননি। মানুষ যখন আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয় তখনই মানুষ কিছু পায়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর -৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুর জাহান ইসলাম নীরা, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মনি চাকলাদার, রোকেয়া পারভীন ডলি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী। প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ,মহিলা লীগ,ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।