কৃষ্টিবন্ধন নড়াইল জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ কৃষ্টিবন্ধন নড়াইল জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইতনার ফাতেমা ম্যানশনে ফাতেমা আর্ট এন্ড কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ও কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর ওয়াহিদুর রহমান পাঠাগারের সভাপতি ড. মো. ওয়াহিদুর রহমান। আরো বক্তব্য দেন শিক্ষক শেখ আতাউর রহমান ফিরোজ। সভা পরিচালনা করেন সাংবাদিক সাথী তালুকদার। অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি চিত্রকর এস,এম আলী আজগর রাজা, সহ-সভাপতি সাথী তালুকদার, সাধারণ সম্পাদক পলি রহমানসহ কমিটির সকলেই উপস্থিত ছিলেন।