জীবন জীবনের জন্য আসুন কথাকে বাচাই

0

স্টাফ রিপোর্টার॥ দেশে এত মানুষ রয়েছে, কেউ কি আমাকে বাঁচাতে এগিয়ে আসবেন না? টাকার অভাবেই আমার জীবন শেষ হয়ে যাবে? আমি বাঁচতে চাই। দয়া করে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সমাজের স্বচ্ছল মানুষের প্রতি এভাবেই নিজের বাঁচার আকুতি জানিয়েছেন কথা নামের গুরুতর অসুস্থ এক তরুণী। পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াবার স্বপ্ন ছিল তার। কিন্তু মাত্র ২৩ বছর বয়সে মরণব্যাধি ক্যান্সার তার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। কথার সম্পূর্ণ নাম শতাক্ষী দাশ গুপ্ত কথা। যশোর সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শরীরে কিছু টিউমার দেখা দিলে গত ফেব্রুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় তাকে। অপারেশনের পর বায়োপ্সি রিপোর্টে কথার ব্লাডক্যান্সার ধরা পড়ে।
কলকাতার এইচসিজি ইকোক্যান্সার সেন্টারে ডাক্তার জয়দীপ চক্রবর্তীর তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। গত আট মাস ধরে ১২টি কেমোথেরাপি দেয়া হয় তাকে। প্রথমে উন্নতি হলেও কেমো শেষ হওয়ার পর আবারও শরীরে ক্যান্সারের জীবাণু পাওয়া যায়। ডাক্তার জানান, আরও ৬টি কেমোসহ বোনমেরো ট্রান্সপ্লান্ট করতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকার। কথার স্বামী জয়ন্ত ঘোষ মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলে। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেয়েছেন। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের পথে। কথার পরিবারের পক্ষে আর এ ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব নয়। তাই কথার পরিবার সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। কথার স্বামী জয়ন্ত ঘোষ জানান, ১০ বছর আগে মরণব্যাধি ক্যান্সারে মাকে হারিয়েছে কথা। আজ সে নিজেই আক্রান্ত এই রোগে। তবুও কথার মনোবল অটুট। অনেক আশা নিয়ে চেয়ে রয়েছে। কথার বিশ্বাস সকলে তাকে বাঁচাতে এগিয়ে আসবেন। কথার বাবা তুহিন দাশ গুপ্ত বলেন, আমার মেয়েকে বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা। দেশের কোটি কোটি মানুষ এক টাকা করে দিলেও তা অনেক। সমাজের বিত্তবান মানুষের প্রতি অনুরোধ দয়া করে আমার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন। যেভাবে সাহায্য পাঠাবেন: ব্যাংক হিসাব হোল্ডার: শতাক্ষী দাশ গুপ্ত, অ্যাকাউন্ট নং ০১৪২০৫০০২৫০০৫, ওয়ান ব্যাংক লিমিটেড যশোর, সদর শাখা, যশোর। বিকাশ নং ০১৭২৪১১১০৬৩ (জয়ন্ত ঘোষ), ০১৮২৩৬৪৮৪০১ (কথা), রকেট নং ০১৭২৪১১১০৬৩৫, নগদ নং ০১৭২৪১১১০৬৩।