ধর্ষণ নিপীড়নের বিচার দাবিতে যশোরে বিক্ষোভ অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে শুক্রবারও যশোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। যশোর শহরে একাধিক স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এসব প্রতিবাদ কর্মসুচি থেকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান। বৃহস্পতিবার সকালে প্রেসকাব যশোরের সামনে দেশব্যাপী এসব ঘটনার প্রতিবাদে সনাতন ধর্ম সংঘ ও গ্রীন হাউজের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, অধ্যাপক অখিল চক্রবর্ত্তী, অধ্যাপক গোপীকান্ত সরকার, নারায়ন চন্দ্র বিশ্বাস, নন্দ দুলাল হালদার, বিকাশ চন্দ্র প্রমুখ। এসময় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেন। একই সাথে নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করার ঘটনাসহ সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিকেলে শহরের গাড়ীখানা রোডে উদীচী যশোরের আয়োজনে মানববন্ধন হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন, মাহাবুবুর রহমান মজনু, অ্যাডভোকেট আমিনুর হিরু, খন্দকার রাজিবুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,এভাবে নারীর প্রতি অত্যাচার মেনে নেয়া যায়না। তাই এখন সময় হয়েছে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তারা বলেন, দেশব্যাপী চলমমান সকল ধর্ষণ-নিপীড়ন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই দাবিতে বিকেলে বাসদ (মার্কসবাদী) শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের দড়ানা, গাড়ীখানা রোড, মাইকপট্টিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ দিকে, বিকেলে শহরের সিভিল কোর্ট মোড়ে নিপীড়ন বিরোধী মঞ্চ নামে একটি সংগঠন ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করে। কর্মসুচিতে একদল শিক্ষার্থী অংশ নিয়ে ধর্ষণের বিচার দাবিতে নানা স্লোগান দিতে থাকে। একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ব্যানারে দড়াটানা ভৈরব চত্বরে বিরাট প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়।